নাঈম হোসেন ফারুকী
নাঈম হোসেন ফারুকী অতিমাত্রায় বিজ্ঞানপ্রেমী, কারও কাছে বিজ্ঞানবাদী, কারও কাছে আবার সুপারহিউম্যান বিজ্ঞান লেখক। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেছেন ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নিয়ে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে। কিন্তু থিওরেটিক্যাল ফিজিক্সের ওপর চরম মাত্রার ভালোবাসা নিয়ে কি বুয়েটে পড়েও, ইঞ্জিনিয়ার হয়েও, বসে থাকা যায়? লেখক তাই গড়ে তুলেছেন বিজ্ঞানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ‘ব্যাঙের ছাতার বিজ্ঞান’ ফেসবুক গ্রæপ। তাঁর প্রকাশনায় ‘টিম ব্যাঙাচি’র মাধ্যমে বের হয় অনলাইন সায়েন্স ম্যাগাজিনÑ‘ব্যাঙাচি’। তাঁর বিজ্ঞান বিষয়ক বইগুলোর মাঝে স্থান পায় অসম্ভব সরল বর্ণনা আর সমীকরণের ‘অর্থ’ বোঝার চেষ্টা। প্রচলিত ‘ফিজিক্স মানে শুধুই নিরস অঙ্ক’Ñ এই ধারণার চরম বিরোধী তিনি। তাঁর ‘চা কফি আর কোয়ান্টাম মেকানিক্স’ বইটি পায় ব্যাপক পাঠকপ্রিয়তা। এরই হাত ধরে লেখকের এবারের বইটি ‘চা কফি আর জেনারেল রিলেটিভিটি’, যেখানে লেখক দেখিয়েছেন জেনারেল রিলেটিভিটির মতো জটিল একটা জিনিসকে কত্ত আনন্দের সাথে শেখা সম্ভব।
|